ইংরেজি শিখা কিভাবে শুরু করা যায় ?

ইংরেজি-শিখা-কিভাবে-শুরু-করা-যায়


Phoneme (sound) , Letter and Word and Phrases.

যেকোনো ভাষা শেখার ক্ষেত্রে, ভাষার মূল জায়গাটা খুঁজে বের করতে হয়। ভাষার মূলে রয়েছে ধ্বনি বা আওয়াজ। যেমন: আমরা যদি বলি কলা, তাহলে চলুন দেখি এর মধ্যে কি কি ধ্বনি রয়েছে । এখানে ধ্বনি গুলো হচ্ছে, ক+ল+আ, আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ।

ইংরেজি ভাষায় ২৯ টি বর্ণ বা Letter রয়েছে। এই বর্ণগুলোকে Alphabet বা বর্ণমালা বলে। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। Vowel and Consonant. 
এদের মধ্যে Vowel হলো পাঁচটি। A, E, I, O, U. এরা নিজে নিজেই উচ্চারিত হতে পারে। যেমন: A বললে তারপরেও AAA....... sound ছাড়া অন্য কিছু আসে না। 
কিন্তু বাকি ২১ টি বর্ণ উচ্চারণ করতে গেলে সাথে Vowel এর  সাহায্য নিতে হয় । যেমন: B উচ্চারণ করলে সাথে একটি Vowel Sound  তৈরি হয়। যেমন:
B=B+eeee....... অর্থাৎ B উচ্চারণ করলে, শেষে একটি Vowel E Sound আসে ।
একাধিক বর্ণ বা letter মিলে যদি কোন কিছুর অর্থ প্রকাশ করে, তাহলে সেটিকে Word বা শব্দ বলে। যেমন: Dhaka, Chair, Water ইত্যাদি।





Parts of speech বা পদ।

যদি কোন Word বা শব্দ কোন Sentence এ প্রয়োগ না হয়, তাহলে উহাকে Word বা শব্দই বলে। যেমন: Dhaka একটি Word বা শব্দ। কিন্তু ইহা যদি কোন sentence এ প্রয়োগ হয় , তাহলে উহাকে parts of speech বা পদ বলে। যেমন: Dhaka is a big city. এই Sentence এ Dhaka একটি পদ বা Parts of speech.

ইংরেজি ভাষায় Parts of speech বা পদকে ৮ শ্রেণীতে ভাগ করা হয়। এরা হলো:
1. Noun 2. Pronoun 3. Adjective 4. Verb 5. Adverb 6. Preposition 7. Conjunction 8. Interjection.

1. Noun (বিশেষ্য): যে পদ দ্বারা কোন ব্যক্তি,  বস্তু , স্থান , দোষ অথবা গুণের নাম বোঝায়, তাকে Noun বা বিশেষ্য পদ বলে। যেমন:  Kamal, Dhaka, Book, Pain, Happiness ইত্যাদি।

2. Pronoun (সর্বনাম ) : Noun বা বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে তাকে Pronoun বা সর্বনাম পদ বলে। যেমন: Jamal is my friend. He is always gentle. দ্বিতীয় বাক্যের অর্থ সে (He) সর্বদা ভদ্র। এখানে He শব্দটি জামালের পরিবর্তে বসেছে বিধায় He একটি Pronoun বা সর্বনাম পদ।

3. Adjective (বিশেষণ): যে পদ Noun বা Pronoun এর দোষ,  গুণ,  অবস্থা , সংখ্যা বা পরিমান বোঝায়, বলে। যেমন: Jamal is tall . এই বাক্যে tall শব্দটি জামাল সম্পর্কে কিছু বলে দিয়েছে। এজন্য tall একটি Adjective.

4. Verb (ক্রিয়াপদ): যে পদ  দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া,  করা ইত্যাদি কার্যসম্পাদন করা বোঝায়, তাকে Verb বলে। যেমন: Walk (হাটা), Run (দৌড়ান), Eat (খাওয়া) ইত্যাদি।

প্রত্যেকটা Verb এর তিনটি করে রূপ আছে। যেগুলোকে Strong এবং Weak Verb বলে। রূপ গুলি হল Present, Past and Past participle. যেমন: 
Walk, Walked, Walked 
Make, Made, Made
Eat, Ate, Eaten ইত্যাদি।

Tense (কাল) অনুযায়ী Verb এর রূপের পরিবর্তন ঘটে। বিভিন্ন Tense অনুযায়ী বাক্য গঠন করার সময় উপরোল্লেখিত তিনটি রূপের প্রয়োজন হয়।

5. Adverb (ক্রিয়া বিশেষণ): যে পদ কোন Verb বা অন্য কোন Adverb কে describe করে বা বর্ণনা করে তাকে Adverb বলে। যেমন:
Kamal walks slowly.
কামাল ধীরে হাটে।
এখানে slowly পদটি কামাল কিভাবে হাটে তা বর্ণনা করে। এজন্য slowly একটি Adverb.
আবার,
Kamal walks very slowly. এই বাক্যে slowly একটি Adverb . কিন্তু very পদটি কেমন ধীরে হাটে তা ব্যাখ্যা করে বিধায় slowly পদটি একটি Adverb.

6.  Preposition (পদান্বয়ী অব্যয় ) : যে পদ  বাক্যস্থিত কোন Noun বা Noun জাতীয় কোন পদের পূর্বে বসে অন্যান্য পদের সাথে সম্পর্ক তৈরি করে, তাকে Preposition বলে। যেমন:
The book is on the table. এই বাক্যে table একটি Noun. এর পূর্বে on এই পদটি ব্যবহৃত হয়ে পূর্ববর্তী পদের সাথে সম্পর্ক তৈরি করেছে। এজন্য এটি একটি Preposition.

7. Conjunction ( সংযোজক অব্যয়): যে পদ দুটি Noun বা Sentence কে যুক্ত করে, তাকে Conjunction বলে। যেমন:
Jamal and Kamal are going to school. এই বাক্যে and এই পদটি Jamal এবং Kamal কে যুক্ত করেছে বিধায়, and একটি Conjunction.

8. Interjection ( বিস্ময়সূচক অব্যয়): যে পদ হঠাৎ আবেগ অথবা বিস্ময় প্রকাশ করে, তাকে Interjection বলে। যেমন: Oh! I have lost my bag. এই বাক্যে, Oh! দ্বারা মনের একটি আবেগ প্রকাশিত হয়েছে। এজন্য Oh একটি Interjection.






Phrases ( শব্দগুচ্ছ ) :

একাধিক word মিলে যদি একটি sentence এরমধ্যে কোন পদের ভূমিকা পালন করে তখন এই শব্দগুচ্ছটিকে phrase বলে।
উদাহরণস্বরূপ,
In front of - সম্মুখে। এটিকে বাক্যে প্রয়োগ করলে দেখা যাবে তিনটি ভিন্ন ভিন্ন শব্দ একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করছে এবং একটি Parts of speech বা পদ হিসাবে কাজ করছে।
যেমন: The boy is standing in front of the door.
এখানে উল্লেখিত phrase টি একটি preposition এর কাজ করছে কাজ। এজন্য এটি একটি prepositional phrase.
এভাবে আমরা দেখতে পাই, noun phrase, verbal phrase, adjective phrase, adverbial phrase ইত্যাদি।
Idioms ( বাগধারা ): 
যে সকল words দিয়ে phrase গঠিত হয়, সে সকল word এর অর্থ না বুঝিয়ে যদি phrase টি ভিন্ন একটি বিশেষ  অর্থ প্রকাশ করে, তাহলে উহাকে Idiom বলে। যেমন: 
A black sheep - কুলাঙ্গার, capital punishment- মৃত্যুদন্ড, Blue blood- অভিজাত ইত্যাদি
Sentences and their patterns:




অর্থ অনুসারে Sentence পাঁচ প্রকার :

1. Assertive Sentence / Statement ( বর্ণনামূলক বাক্য): যে বাক্য দ্বারা সাধারণভাবে কোন ঘটনার বিবরণ প্রকাশিত হয়, তাকে Assertive Sentence (বর্ণনামূলক বাক্য) বলে।
Pattern: S+V+Ext. (Subject+verb+extension)
যেমন: Dhaka is the capital of Bangladesh.
(এই বাক্যে, Dhaka=subject, is=verb, the capital of Bangladesh=extension)
Tense বা কালানুসারে এবং subject এর ক্রিয়াশীলতার উপর ভিত্তি করে Assertive Sentence এর Active voiceএর  12 টি এবং Passive voice এর 12 টি মোট ২৪টি প্যাটার্ন রয়েছে। প্রত্যেকটির আবার হাবোধক এবং নাবোধক pattern রয়েছে।

2. Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য): যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় বা কোন কিছু জিজ্ঞাসা করা হয় তাকে interrogative sentence বলে।

প্রশ্ন দুই ধরনের হয়ে থাকে। যেমন:
a. Yes/No Question: যে প্রশ্নের উত্তর Yes / No দিয়ে হয়ে যায়, সেগুলি হল Yes/No Question.
Pattern: Aux.V+Subject+PV+Ext.
যেমন: 
Statement: Jamal plays football.
Question: Does Jamal play football ?

b. "Wh" Question : যে প্রশ্নের উত্তর Yes/ No দাঁড়া হয় না। বরং একটি পূর্ণাঙ্গ বাক্য বলতে হয়। এ ধরনের প্রশ্ন সাধারণত: Wh/How যারা শুরু হয়। এজন্য এদেরকে " Wh" Question বলা হয়।
Pattern: Wh+Aux.V+Sub.+ Ext.
যেমন:
Statement: Jamal plays football in the field in the morning. 

Wh Question:

জামাল কি করে জানতে,
What does Jamal do ?
জামাল কি খেলে জানতে,
What does Jamal play ?
জামাল কোথায় ফুটবল খেলে জানতে,
Where does Jamal play football?
জামাল কখন ফুটবল খেলে জানতে,
When does Jamal play football?
কে ফুটবল খেলে জানতে, একটু ভিন্ন pattern ব্যবহার করা হয়।
Pattern: Who + PV+ Ext.
যেমন:
কে ফুটবল খেলে জানতে,
Who plays football?

3. Imperative Sentence (অনুজ্ঞা সূচক বাক্য): যে বাক্য দ্বারা আদেশ,  উপদেশ , অনুরোধ বা অনুমতি প্রার্থনা বোঝায় তাকে imperative sentence বলে।
আদেশ,  উপদেশ,  অনুরোধ এর ক্ষেত্রে, 
 হা বোধক Pattern: V+Ext 
না বোধক pattern: Do not+V+Ext
যেমন:
আদেশ=stand up.
 উপদেশ =Do not run in the sun
অনুরোধ=Please , shut the door.

Let (প্রস্তাব) এর ক্ষেত্রে,
Pattern: Let+us+V+ Ext.
যেমন:
Let us play football.

Let (অনুমতি প্রার্থনা)  এর ক্ষেত্রে,
Pattern: Let +other pronoun এর objective form+V+extension.
যেমন:
Let me have a cup of tea.

4. Optative sentence ( ইচ্ছা সুচক) বাক্য: যে বাক্য ইচ্ছা অথবা প্রার্থনা করা বুঝায় তাকে Optative Sentence বলে।
Pattern- 1: May + Subject+ PV + Ext.
যেমন: May Allah bless you.
Pattern -2: Long +PV + Ext.
যেমন: Long live Bangladesh.

5. Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য): যে বাক্য দিয়ে আমরা আনন্দ, ভয়,  ঘৃণা এ ধরনের অভিব্যক্তি প্রকাশ করি, সেই বাক্যগুলো হলো, Exclamatory Sentence.
Pattern - 1: How+ Adjective+Subject+PV 
যেমন:
How beautiful the bird is!
Pattern -2: What + a/an+ Adjective+ Subject+it/ they+ PV 
যেমন:
What a nice bird it is!
Sentences and their patterns:




গঠন অনুসারে Sentence তিন প্রকার :

1. Simple sentence ( সরল বাক্য): যে বাক্যে একটি মাত্র Subject এবং একটিমাত্র Finite verb  (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে Simple sentence বলে। যেমন:
I like tea. Jamal plays football. ইত্যাদি।

2. Complex Sentence ( জটিল বাক্য ): যে বাক্যে একটি Principal clause ( স্বাধীন বাক্যাংশ ) এবং একটি Subordinate clause ( পরাধীন বাক্যাংশ ) থাকে তাকে Complex Sentence বলে। যেমন:
I bought a car which is costly.
ব্যাখ্যা, এই বাক্যে,
I bought a car- আমি একটি গাড়ি কিনেছিলাম। এই বাক্যটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এজন্য এটি একটি স্বাধীন বাক্যাংশ বা Principal clause.
অপরদিকে,
Which is costly - যাহা দামি। এই বাকের অর্থটি পূর্ববর্তী বাক্যাংশের উপর নির্ভরশীল। ‌‌ এজন্য এটি একটি নির্ভরশীল বাক্যাংশ বা Subordinate clause.

3. Compound Sentence ( যৌগিক বাক্য ): যে বাক্যে দুটি স্বাধীন বাক্যাংশ Coordinating conjunction ( and , or , but ) দ্বারা যুক্ত থাকে, তাকে Compound Sentence বলে। যেমন:
He wanted to go to the market but it was raining outside.
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চেষ্টা করা হয়েছে কিভাবে ইংরেজি শিখা শুরু করা যায়। এখানে শিখলাম,
English letters, alphabet, words, Phrases, clauses and Sentence সম্পর্কে প্রাথমিক আলোচনা। এখান থেকে শিক্ষার্থীরা শব্দ গঠন এবং বাক্য গঠন করে, writing skill উন্নয়ন করতে পারে।





ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতা ( Four basic skills) রয়েছে।

1. Listening 2. Speaking 3. Reading and 
4. Writing 

চলমান আলোচনাটি writing skill উন্নয়নে সহায়ক হবে।
যেমন:
জামাল ফুটবল খেলে।
এটি একটি Assertive Sentence.

অতএব এর pattern হবে,
S+ V+ Extension.

Jamal plays football.

অনুরূপ বাক্য তৈরি করে জামাল সম্পর্কে আমরা কিছু লিখতে পারি।
He is a good boy. He goes to school everyday. He always speaks the truth.
উল্লেখিত পাঁচ ধরনের বাক্যই আমরা জামাল সম্পর্কে প্রয়োগ করতে পারি।




A  good boy

Jamal is a good boy. Does Jamal learn his lessons regularly? Yes, he does. Let him ask some questions. I hope, he will answer them correctly. May Allah bless him. What a good boy Jamal is! All teachers and students love him.


শিশুদের ভাষা শিক্ষার কৌশল সম্পর্কে জানতে পড়তে পারেন

Post a Comment

0 Comments