সাহসী হওয়া যায় কিভাবে ?

সাহসী হওয়া যায় কিভাবে ?


 সারে দুনিয়া হো মুখালেফ, ফের না কুছ নুকসান হায়,

ডার নেহি গম নেহি যব, রহমতে গফরান হায়।

কবির ভাষায়,

দুনিয়ার সবাই যদি তোমার বিরুদ্ধেও চলে যায়, কোন ক্ষতি নাই, ভয় নাই, চিন্তাও নাই যদি আল্লাহ তায়ালার রহমত তোমার পাশে থাকে। এটি হলো আল্লাহর ওলীদের দর্শন।

কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু মুষ্টিমেয় সঙ্গী সাথী সহ বিশাল এজিদ বাহিনীর সাথে একটি অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এই সাহসের তুলনা নেই। পৃথিবীর ইতিহাসে এমন সাহসিকতার কোন নজির খুঁজে পাওয়া যায় না। এটি ছিল মহান ইমামের পক্ষ থেকে মানবজাতির জন্য একটি সর্বশ্রেষ্ঠ মেসেজ। তার এই মেসেজের মধ্য দিয়ে, তার এই আত্মত্যাগের মধ্য দিয়ে মৃতপ্রায় ইসলাম আবার জীবিত হয়েছিল।

অন্যদিকে পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরও একটি দর্শন রয়েছে।

আসলে জানতে হবে সাহস কাকে বলে। মাথা গরম করে বিরোধীদের অস্ত্রের মুখে জীবন দিয়ে দেওয়ার নাম নিশ্চয়ই সাহস নয়।

সাহসী মানুষের একটা মিশন ভিশন থাকে। সে যদি জীবন বিসর্জন দেয়, সেক্ষেত্রে তার একটি মেসেজ তৈরি হয়। এই মিশন—ভিশন টাই তাকে দুর্দান্ত সাহসী করে তোলে।

আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন লড়েছিলেন দাস প্রথা উচ্ছেদের জন্য। তিনি যে মিশন ভিশন নিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন,  সেটি তার ভিতরে অসম্ভব সাহস জুগিয়েছিল।

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সংগ্রাম শুরু করেছিলেন। তার মিশন - ভিশন এর কারণেই তার ভিতরে অপ্রতিরোধ্য সাহস তৈরি হয়েছিল। তার সাহসিকতার বদৌলতেই পরবর্তীতে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে।

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাত তৈরি হয়েছিল। তার মিশন ভিশন ছিল,  ধনীদের টাকা পয়সা লুট করে দরিদ্রদের অভাব মোচন করা। এজন্য সে অসীম সাহসী হয়েছিল। পরবর্তীতে সে উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করেছিল । তার যথেষ্ট জনসমর্থনও তৈরি হয়েছিল। তার নাম ছিল সালাম ডাকাত।

এভাবে শত শত উদাহরণ পেশ করা সম্ভব যার একটিই মেসেজ। সেটা হল মিশন ভিশন। কোন ব্যক্তি যদি মিশন ভিশন নিয়ে ময়দানে অবতীর্ণ না হয় , সে কেবল ছা পোষা প্রাণীর মতো পৃথিবীতে খেয়ে পড়ে মৃত্যুবরণ করে। তার কোন মেসেজ তৈরি হয় না ।পৃথিবীতে সে কোন অবদান রেখেও যেতে পারে না।

Post a Comment

0 Comments