গঠন অনুসারে ইংরেজি ভাষার বাক্য বা Sentence তিন প্রকার:
১। Simple Sentence বা সরল বাক্য :
যে বাক্য বা Sentence এর একটি Subject এবং একটি Predicate থাকে, তাকে Simple Sentence বা সরল বাক্য বলে।
Structure: S + V + Extension
যেমন:
The man is rich.
২। Complex Sentence বা জটিল বাক্য:
একটি principal clause এবং একটি subordinate clause নিয়ে যে Sentence বা বাক্য গঠিত হয় তাকে complex sentence বা জটিল বাক্য বলে।
Structure: principal clause (স্বাধীন বাক্য) + Subordinating connector + Subordinate clause ( অধীন বাক্য).
যেমন:
Rosulpur is a village where my uncle lives.
It is true that man cannot live alone.
৩। Compound Sentence বা যৌগিক বাক্য:
কমপক্ষে দুইটি principal clause নিয়ে একটি compound sentence বা যৌগিক বাক্য গঠিত হয়। সাধারণত and, but , or ইত্যাদি conjunction দ্বারা sentence দুটিকে যুক্ত করা হয়।
Structure: principal + and /but/ or + principal.
যেমন:
I went to my village and caught fish.
আমরা চাইলে যেকোনো বা বাক্যকে এই তিন ধরনের pattern এ নিয়ে যেতে পারি।
যেমন:
Simple: I like the tree in front of my house.
Complex: I like the tree which is in front of my house.
এখানে subordinating connector হিসাবে relative pronoun which ব্যবহার করা হয়েছে।
এই পরিসরে transformation এর মত দীর্ঘ একটি আলোচনা সম্ভব নয়।
0 Comments