গঠন অনুসারে ইংরেজী বাক্যের প্রকারভেদ আছে ?

 গঠন অনুসারে ইংরেজি ভাষার বাক্য বা Sentence তিন প্রকার:


গঠন অনুসারে ইংরেজী বাক্যের প্রকারভেদ আছে ?

১। Simple Sentence  বা সরল বাক্য : 

যে বাক্য বা Sentence এর একটি Subject এবং একটি Predicate থাকে, তাকে Simple Sentence বা সরল বাক্য বলে।

Structure: S + V + Extension 

 যেমন:

The man is rich.

২। Complex Sentence বা জটিল বাক্য:

একটি principal clause এবং একটি subordinate clause নিয়ে যে Sentence বা বাক্য গঠিত হয় তাকে complex sentence বা জটিল বাক্য বলে।

Structure: principal clause (স্বাধীন বাক্য) + Subordinating connector + Subordinate clause ( অধীন বাক্য).

যেমন:

Rosulpur is a village where my uncle lives.

It is true that man cannot live alone.

৩। Compound Sentence বা যৌগিক বাক্য:

কমপক্ষে দুইটি principal clause নিয়ে একটি compound sentence বা যৌগিক বাক্য গঠিত হয়। সাধারণত and,  but , or ইত্যাদি conjunction দ্বারা sentence দুটিকে যুক্ত করা হয়।

Structure: principal +  and /but/ or +  principal.

যেমন:

I went to my village and caught fish.


আমরা চাইলে যেকোনো  বা বাক্যকে এই তিন ধরনের pattern এ নিয়ে যেতে পারি।

যেমন:

Simple: I like the tree in front of my house.

Complex: I like the tree which is in front of my house.

এখানে subordinating connector হিসাবে relative pronoun which ব্যবহার করা হয়েছে।

এই পরিসরে transformation এর মত দীর্ঘ একটি আলোচনা সম্ভব নয়।

Post a Comment

0 Comments