Narration কি?
উত্তর: To Narrate অর্থ বর্ণনা করা। এই বর্ণনা দুই প্রকার হয়ে থাকে।
1. Direct Narration বা প্রত্যক্ষ উক্তি:
বক্তার বক্তব্য কোনো প্রকার পরিবর্তন ছাড়া সরাসরি উপস্থাপনের প্রক্রিয়াকে বলে Direct Nareshan বা প্রত্যক্ষ উক্তি।
যেমন:
He says, "I am ill."
এই উক্তিটিতে আমরা দুইটি অংশ দেখতে পাচ্ছি।
প্রথম অংশ, He says এটিকে Reporting verb বলে। কারণ এটি দিয়ে বর্ণনাটি সূচনা করা হয়। এরপরে একটি কমা বসে।
দ্বিতীয় অংশ, I am I'll. এটিকে বলে,Reported speech. অর্থাৎ যে বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে। এটিকে উদ্ধৃতি চিহ্ন দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়।
2. Indirect Narration বা পরোক্ষ উক্তি:
বক্তার বক্তব্য সরাসরি উপস্থাপন না করে সম্পূর্ণ নিজের ভাষায় উপস্থাপন করার প্রক্রিয়াকে বলে Indirect Narration বা পরোক্ষ উক্তি।
যেমন:
He says that he is I'll.
এখানে লক্ষ্য নিয়ে যে, Indirect Narration এ says এরপর কমা টি উঠিয়ে দেওয়া হয়েছে এবং that বসিয়ে পরের অংশটিকে যুক্ত করা হয়েছে।
Changing Rules (Direct to Indirect)
1. Reporting verb যদি Present অথবা Future tense হয়, তাহলে Reported speech এর Verb এ Tense এর কোন পরিবর্তন হবে না।
2. Reporting verb এরপরে কমা উঠে যাবে এবং that দিয়ে পরবর্তী অংশ যুক্ত করতে হবে। অবশ্য পাঁচ প্রকার sentence এই connector ভিন্ন ভিন্ন হয়।
3. Reporting verb এর subject অনুযায়ী Reported speech এর subject এ person পরিবর্তন হবে।
যেমন:
Present Tense:
Kalam says, " I shall go to Dhaka."
Ans: Kalam says that he will go to Dhaka.
Future Tense:
Kamal will say, "I shall go to Dhaka."
Kamal will say that he will go to Dhaka
4. Reporting verb যদি Past Tense হয়, তাহলে নিম্নরূপে Reported speech এ Verb এর Tense ও অন্যান্য পরিবর্তন হবে:
Tense পরিবর্তন:
Present indefinite হয়ে যাবে Past indefinite
Present continuous হয়ে যাবে past continuous
Present Perfect হয়ে যাবে past perfect
Present perfect continuous হয়ে যাবে past perfect continuous
Past indefinite হয়ে যাবে Past perfect.
Past continuous হয়ে যাবে past perfect continuous.
Past perfect এবং Past perfect continuous অপরিবর্তিত থাকবে।
অন্যান্য পরিবর্তনঃ
Shall থাকলে should হবে।
Will থাকলে would হবে।
May থাকলে might হবে।
Can থাকলে could হবে ইত্যাদি।
তাছাড়া নিকটবর্তী শব্দ হয়ে যাবে দূরবর্তী শব্দ।
যেমন:
This থাকলে that হবে।
These থাকলে those হবে।
Here থাকলে there হবে।
Today থাকলে that day হবে।
Yesterday থাকলে the previous day হবে।
Tomorrow থাকলে the next day হবে। ইত্যাদি।
উল্লেখ্য যে, reported speech universal Truth বা চিরন্তন সত্য হলে অপরিবর্তিত থাকবে।
যেমন:
Present indefinite tense:
The teachers said, " I write correctly."
Ans: The teacher said that he wrote correctly.
কিন্তু reported speech চিরন্তন সত্য হলে tense অপরিবর্তিত থাকবে ,
The teacher said," The earth moves round the sun."
Ans: The teachers said that the earth moves round the sun.
Present continuous tense:
The boy said," I am reading a book."
Ans: The boy said that he was reading a book.
Present perfect tense:
The boy said ," I have done the work."
Ans: The boy said that he had done the work.
Present perfect continuous tense:
The boy said," I have been working for two hours."
Ans: The boy said that he had been working for two hours.
Past indefinite tense:
The boy said," I played football yesterday."
Ans: The boy said that he had played football the previous day.
Past Continuous tense:
The boy said to his friend," I was playing football."
Ans: the boy told his friend that he head been playing football.
Future indefinite tense:
The teacher said to the student," I shall punish you."
Ans : The teacher told the student that he would punish him.
Future continuous tense:
Kamal said to his friend," I shall be reading in the morning."
Ans: Kamal told his friend that he would be reading in the morning.
Future perfect tense:
The man said," I shall have taken the bag away"
Ans: The man said that he would have taken the bag away.
Future perfect continuous tense:
The man said to the boy," I shall have been waiting for you.
Ans: The man told the boy," he would have been waiting for him.
এছাড়া reported speech পরিবর্তন পাঁচ প্রকার sentence এর ক্ষেত্রে আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে। ইনশাল্লাহ পরে আলোচনা করা হবে।
Assertive Sentence:
Said হয়ে যাবে Said
Saidtookjú⁷6⁶
0 Comments