Noun চিনার উপায কি ?

Noun চিনার উপায কি ?

Definition:

A Noun is the name of anything.

কোন কিছুর নাম কে বা Noun বিশেষ্য বলে। যেমন:

Water, a pencil, a flower, pain, a picture. ইত্যাদি।


Countable and uncountable Noun:


উপরের উদাহরণ গুলির মধ্যে দেখতে পাচ্ছেন, ব্যথা- pain এবং পানি- water এই দুইটি Noun গণনা করা যায় না এগুলোকে বলে uncountable noun.


Uncountable noun এর বৈশিষ্ট্য:


১। এদেরকে গণনা করা যায় না। আমরা বলতে পারি না একটি পানি দুইটি প্রাণী অথবা একটি ব্যথা দুইটি ব্যথা। যদি এদেরকে কাউন্টেবল করতে হয় , তাহলে এদের পূর্বে measure word ব্যবহার করতে হয়। যেমন:

I drink a glass of water.

২। এদের পূর্বে a অথবা an ব্যবহার করা যায় না।

যেমন আমি পানি পানি পান করি- I drink water.

Incorrect: I drink a water.


Countable noun এর বৈশিষ্ট্য:


১। এদেরকে গণনা করা যায় । যেমন:  একটি পেন্সিল,  দুইটি পেন্সিল,  একটি ছবি , দুটি ছবি ইত্যাদি।

২। Singular countable noun পূর্বে indefinite article a অথবা an বসাতে হয়। যেমন:

আমার কলম আছে- I have a pen.

Incorrect: I have pen.

আবার Noun টি যদি plural হয় সেক্ষেত্রে এদের পূর্বে indefinite article a or an বসে না। যেমন: 

Birds fly in the sky.

এই দৃষ্টিকোণ থেকে,

পাখি আকাশে উড়ে , এর ইংরেজি দুই ভাবেই হতে পারে, যেমন:

A bird flies in the sky.

Or 

Birds fly in the sky.


Concrete and Abstract Noun :


যে সকল Noun ধরা যায় , ছোঁয়া যায় এবং দেখা যায় এগুলো সবই হচ্ছে concrete Noun যেমন:

A book , a pencil, a hill, a tree, water ইত্যাদি।

Vegetable and fruits give us energy- শাক-সবজি ও ফলমূল আমাদেরকে শক্তি যোগায়।


Concrete noun কে চারবাগে ভাগ করা হয়। যেমন:


1. Proper noun : যে Noun নির্দিষ্ট ব্যক্তি , বস্তু বা স্থানের নাম বুঝায়, তাকে Proper Noun বলে। যেমন:

Tamal  - একটি নির্দিষ্ট ব্যক্তির নাম।

Dhaka - একটি নির্দিষ্ট শহরের নাম।



2. Common Noun: যে  Noun নির্দিষ্ট কোন ব্যক্তি,  বস্তু বা স্থানকে না বুঝিয়ে পুরো জাতি বা সমজাতীয় সবাইকে বুঝায়,  তাকে Common Noun বলে। যেমন:

Man- একজন নির্দিষ্ট মানুষ বোঝায় না। বরং মানুষ বলতে সবাইকে বুঝায়।

City- নির্দিষ্ট শহরকে বুঝায় না বরং যত শহর আছে,  সব শহরকে বোঝায়। 



3.Material noun : যে সকল Noun কোন বস্তুর মূল উপাদানকে বুঝায়, তাকে Material বলে। এদেরকে গণনা করা যায় না। এই উপাদান গুলো দিয়েই Common Noun তৈরি করা হয়। যেমন ring একটি Common Noun।  কিন্তু এটা তৈরি হয়েছে Gold থেকে। তাহলে gold একটি Material Noun. এদেরকে গণনা করা যায় না। যেমন: 

Rice, wood, iron, ইত্যাদি।



4. Collective noun : যে Noun পুরো জাতিকে না বুঝিয়ে , জাতির একটি দলকে বোঝায়,  collective noun বলে । যেমন: soldier বলতে সব ধরনের সৈনিক কে বোঝায়।

কিন্তু Army বলতে একটি পুরো জাতিকে না বুঝিয়ে একটি গ্রুপ কে বোঝানো হয়। এজন্য Army একটি collective Noun.




যে সকল Noun ধরা যায় না,  ছোঁয়া যায় না এবং দেখা যায় না , শুধু অনুভব করা যায় এ Noun গুলোকে Abstract Noun বলে । যেমন:

I feel pain- আমি ব্যথা অনুভব করছি।


আশা করি এই আলোচনা থেকে বিভিন্ন ধরনের Noun বেছে নেওয়ার একটি সুযোগ তৈরি হবে।




Post a Comment

0 Comments