৫ (পাঁচ ) প্রকার Sentence এর গঠন কি ?

৫ (পাঁচ ) প্রকার Sentence এর গঠন কি ?

অর্থ অনুসারে ইংরেজি ভাষার বাক্য বা Sentence পাঁচ প্রকার:

১। Assertive Sentence or statement বা বর্ণনা মূলক বাক্য : 

যে বাক্য বা Sentence দ্বারা সাধারণ ঘটনার বর্ণনা বা বিবৃতি বোঝায়, তাকে Assertive Sentence বা বর্ণনা মূলক বাক্য বলে।

Structure: S + V + Extension 

 যেমন:

Dhaka is the capital of Bangladesh.

The Tajmahal is one of the seven wonders of the world.

২। Interrogative sentence or Question বা প্রশ্নবোধক বাক্য: 

যে বাক্য বা Sentence দ্বারা কোন কিছু জিজ্ঞাসা করা হয়,  তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে। 

Structure of yes/ no Questions : Auxiliary Verb + S + Principal Verb + Extension ?

যেমন:

Do you have a horse ?

Structure of  Wh Questions : Wh +Auxiliary Verb + S + Principal Verb + Extension ?

যেমন:

Where do you live ?

এখানে  প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হয়। এজন্য এ ধরনের প্রশ্নকে Yes/No Question বলে।

আবার দ্বিতীয় প্রশ্নটির উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হচ্ছে না। বরং এ ধরনের প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দিতে হয় এবং শুরুতে Wh যুক্ত Interrogative Pronoun অথবা Interrogative Adverb ব্যবহার করতে হয়। 

এজন্য এ ধরনের প্রশ্নকে Wh Question বলা হয়।

৩। Imperative Sentence বা অনুজ্ঞা সূচক বাক্য: 

যে Sentence বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ,  অনুরোধ ইত্যাদি প্রকাশিত হয় , এদেরকে Imperative Sentence বা অনুজ্ঞা সূচক বাক্য বলা হয়। 

Structure 1 : V + Extension 

যেমন:

আদেশ: Leave the room at once.

উপদেশ: Always speak the truth.

অনুরোধ: Please take your seat.

Structure 2: Let + Subject in the Objective form  + V  + Extension 

অনুমতি প্রার্থনা: 

যেমন:

Let me do the sum.

৪ ।  Optative Sentence বা ইচ্ছা সূচক বাক্য: 

যে Sentence বা বাক্যে ইচ্ছা বা দোয়া বা প্রার্থনা প্রকাশ করা হয়,  সেগুলোকে Optative Sentence বলা হয়।

Structure 1: May + S + v + Extension

যেমন:

May you live long.

May Allah bless you.

Structure 2: Long live + Subject

Long live Bangladesh.

Long live our President.

৫। Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য:

যে Sentence বা বাক্য দ্বারা মনের হঠাৎ আবেগ অথবা বিষয়ে প্রকাশ করা হয় , তাদেরকে Exclamatory Sentence  বলে।

Structure 1: What + a/an + Adjective + Subject (Noun) + !

যেমন:

What a nice bird it is !

What an unpleasant weather !

Structure 2: How + Adjective + the + Subject 

( Noun ) + v + !

How nice the bird is !





Post a Comment

0 Comments