বার বার স্বপ্ন পরিবর্তন করলে কি হয় ?

 এই দুনিয়াতে স্বপ্নের কোন শেষ নাই। ছবিটি লক্ষ্য করুনঃ


বার বার স্বপ্ন পরিবর্তন করলে কি হয় ?


১ম স্বপ্ন বিশ্লেষণঃ


কোন ব্যক্তির ১ম স্বপ্নটি ছিল অতি ছোট। কিন্তু তিনি এই স্বপ্নটি নিয়ে সন্তুষ্ট ছিলেন এবং একাগ্র চিত্তে কাজ করতে ছিলেন।



২য় স্বপ্ন বিশ্লেষণঃ


সে মনে প্রাণে ওটার জন্যই চেস্টা করে যাচ্ছিল । এর মধ্যে তার স্ত্রী মামাতো ভাইয়ের উদাহরন দিয়ে অনেক ঝগড়া করল । সে দেখল , মামাতো ভাইয়ের স্বপ্নটা আরেকটু বড়। সে তখন আগের স্বপ্ন বাদ দিয়ে মামাতো ভাইয়ের মত নতুন স্বপ্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামল।




৩য় স্বপ্ন বিশ্লেষণঃ


বন্ধু বলল, এটা কোন স্বপ্ন হল ? সে দেখল সত্যিইতো , বন্ধুর স্বপ্নটি আরও বড়। আবার সে দ্বিতীয় পরিকল্পনা বাদ দিয়ে বন্ধুর মত ৩য় স্বপ্ন নিয়ে কাজে নেমে পড়ল।




৪র্থ স্বপ্ন বিশ্লেষণঃ


একদিন এক অফিস কলিগ তাকে নিয়ে তার পজেক্ট ভিজিট করতে নিয়ে গেল। কলিগের প্রজেক্ট দেখে তার চিন্তা-ভাবনা আবারও বদলে গেল। কারন সেটি ছিল তার ৩য় প্রজেক্টের চেয়েও বড়।এবার সে ৪র্থ পরিকল্পনা নিয়ে মাঠে নামল। 


এবার উনি কি করবেন ? নিশ্চয়ই আরেকজন যদি এর চেয়ে একটা বড় স্বপ্ন নিয়ে হাজির হয় , তিনি কিন্তু ওদিকেই ধাবিত হবেন।

ভেবে দেখুনতো এভাবে একটা ছেড়ে একটা নতুন স্বপ্নের পিছনে যদি ছুটতে থাকেন, একটাও যদি বাস্তবায়ন করতে না পারেন, একসময় আপনি হাঁপিয়ে উঠবেন।


মনে রাখবেন, একটা গাছকে ৩ নাড়া দিলে গাছটিও মারা যায়। আমাদের জীবন সংক্ষিপ্ত। অতএব ১০ টার পিছনে না ছুটে একটাই ভালোভাবে ফোকাসে নিয়ে আসুন এবং সফল হন।

Post a Comment

0 Comments