খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হল, পৃথিবীর বিখ্যাত ব্যাক্তিদের লেখাপড়া কেমন ছিল ?
আমাদের মধ্যে অনেকেই আছেন, লেখাপড়া করতে না পেড়ে হীনমন্যতায় ভূগেন। আজকের লেখাটি পাঠের মাধ্যমে আশা করি লেখাপড়া বঞ্চিত সকল মানুষ আত্মবিশ্বাস নিয়ে জেগে উঠবে।
১। বিল গেটসঃ
এই ব্যাক্তির সফলতা নিশ্চয়ই ঈর্ষনীয়। পৃথিবীর এক নাম্বার ধনী ব্যাক্তির রেকর্ড করে তিনি বিখ্যাত হয়েছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাঁর প্রিয় বিষয় ছিল গণিত। কিন্তু বিদ্যালয়ের বাধাধরা নিয়ম তার মোটেও ভালো লাগতো না। এজন্য তাঁর বাবা তাঁকে পাঠ বহির্ভূত কাজে লাগিয়ে দিয়েছিলেন।
ফলে স্কাউটে ভর্তি হয়ে ঈগল স্কাউট ব্যাজ অর্জন করেছিলেন। তাছাড়া তাঁর বাবা তাঁকে সাইন্স ফিকসান বই কিনে দিতেন। যদিও তিনি উচ্চশিক্ষা সমাপ্ত করতে পারেন নাই ( dropped out from Harvard University ) , তাঁর ক্লাসের প্রথম সাড়ির বন্ধুরা পরবর্তীতে দেখা যায় তাঁর কোম্পানীতে চাকুরী করেছে।
২। ওয়ারেন বাফেটঃ
যদিও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেছিলেন, প্রথম জীবনে কিন্তু হার্বার্ড বিজনেস স্কুল থেকে রিজেক্টেড হয়েছিলেন।
কিন্তু অবাক হওয়ার বিষয়, এই রিজেক্টেড ছেলেটিই পৃথিবীর তৃতীয় ধনী ব্যাক্তির গৌরবটি অর্জন করেছিলেন। তিনি হয়ে গেলেন আমেরিকার নামকরা ব্যাবসায়ী, বিনিয়োগকারী এবং মানবতাবাদী নেতা।
৩। আব্রাহাম লিংকনঃ
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট, আব্রাহাম লিংকন।
ভাবতেই অবাক লাগে যে, আমেরিকার একজন প্রেসিডেন্ট, অথচ তাঁর কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিলনা। ওনি ছিলেন স্বশিক্ষিত। বই পড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ। সুযোগ পেলেই বই নিয়ে বসে যেতেন। যতদিন স্কুলে গিয়েছিলেন, তার পরিমাণ হবে বড়জোড় বার মাস। চেহারা কি নায়কের মত ? না, কিন্তু তিনিও সফলতার সর্বোচ্চ শিখরে আরোহন করেছিলেন।
৪। আলবার্ট আইনষ্টাইনঃ
বিখ্যাত জার্মান বিজ্ঞানী। তার মত সফল বিজ্ঞানী পৃথিবীর ইতিহাসে বিরল।
আমাদের মধ্যে যাদের জীবনে লেখাপড়ায় সমস্যা হয়েছে, শিক্ষা নিতে পারি এই গর্ধভ লোকের কাছ থেকে। কারণ ছোটবেলায় কথা বলা শিখতেই তাঁর চার বছর লেগেছিল। ১৬ বছর বয়সে পলিটেকনিকের ভর্তি পরীক্ষায় শোচনীয়ভাবে ব্যর্থ হন।
ইউনিভর্সিটির প্রত্যেকটি পরীক্ষার রেজাল্ট খারাপ থাকায় ভাল কোন জব পাননি। পরিশেষে ইন্সুরেন্সে কাজ নিয়েছিলেন।
মারা যাবার সময় তাঁর বাবা আফসোস করেছিলেন, তাঁর এই ছেলে ভাল কিছু করতে পারবে না। কিন্তু লেখাপড়ায় দুর্বল এই লোকটিই সারা পৃথিবীতে চমক সৃস্টি করেছিলেন।
0 Comments