দোয়া কবুল না হওয়ার কোন কারনই নাই। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ফাত্তাবিউনি.., ইউহবিব কুমুল্লাহ।
আমরা যদি শর্ত পূরন করতে পারি, অর্থাৎ নবী পাক (সাঃ) এর আনুগত্য যদি করতে পারি , তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালবাসবেন। আর আমরা যদি আল্লাহর ভালবাসা অর্জন করতে পারি, দোয়া কবুলতো এমনিতেই হবে।
দোয়া কবুলঃ
দোয়া কবুল হয়না বলে, চোখের পানি বয়ে যায়,
দোয়া কবুল হয়না কেন, চেয়ে দেখ ডানে বায়।
দোয়া কবুল।।
আল্লাহ বলেন তিনি বান্দার, ডাকে সাড়া দেয়,
দিলে বিশ্বাস হয়না বলে, তিনি মুখ ফিরাইয়া নেয়।
বিশ্বাসী হতে পারিলে(২), দোয়া কবুল হয়ে যায়।।ঐ
বাড়িয়ে দেন আল্লাহ তা’লা, যারা শাকেরীন,
পাবে নেয়ামত ইহকালে, পরকালে অন্তহীন।
দমে দমে করলে শুকর(২), দোয়া কবুল হয়ে যায়।।ঐ
আল্লাহ বলেন সেরা করজ, দাও তুমি মোরে,
আমি তাহা বাড়িয়ে দেই, বহুগুনে তোমারে।
প্রতিদান ছাড়া করজে(২), দোয়া কবুল হয়ে যায়।।ঐ
আত্মশুদ্ধি বড় শিফা, দোয়া কবুলের,
ধনসম্পদের কুরবানিতে, মিলে শান্তি সকলের।
হরেক রকম কুরবানীতে(২), দোয়া কবুল হয়ে যায়।।ঐ
পাপের নেশায় মত্ত থেকে, দিলে কুরবানী,
পাপের মাঝে পুণ্য দিলে, হয় খোদার নাফরমানী।
গুনাহমুক্ত হলে জীবন(২), দোয়া কবুল হয়ে যায়।।ঐ
আবদুল্লাহ, বাসাবো, ১৬/০৫/২০২০ (খ্রীঃ)
0 Comments