Passive Voice of Imperative Sentence:

    Tense অর্থ সময় বা কাল। Tense কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।

Passive Voice f Imperative Sentence


Passive Voice:

Passive Voice ( যেখানে কর্তা সক্রিয় ভূমিকা পালন করে না। বরং কর্মের প্রাধান্য পরিলক্ষিত হয়। ) এরও ১২ টি Structure রয়েছে। সেই ১২ টি Structure Active Voice থেকে তৈরী করতে হয়। আজ আমরা শিখব কিভাবে ১২টি Passive Voice এর Structure তৈরী করতে হয়।

 Rules for changing  Active to Passive Voice.

১। Object হয়ে যাবে Subject এবং  Subject হয়ে যাবে Object এবং তার পূর্বে  by , to ইদ্যাদি  Preposition বসবে।

২। Principal Verb হয়ে যাবে V3 এবং তার পূর্বে নিম্নরূপে New Auxiliary Verb বসবে।

a ) Present Indefinite এর ক্ষেত্রে ----- am / is / are

b ) Past Indefinite এর ক্ষেত্রে ----------was / were

c ) সকল  Continuousএর ক্ষেত্রে ----------- being

d ) সকল  Perfect  এর ক্ষেত্রে ----- been

e ) বাকী সকল ক্ষেত্রে ----- be

৩। অন্যান্য শব্দ অপরিবর্তিত থাকবে। 

৪। Negative Sentence এ Negative ঠিক রাখতে হবে। 

৫। Interrogative Sentence  এ প্রশ্ন ঠিক রাখতে হবে।

৬। Imperative Sentence  সর্বদা Let দিয়ে শুরু হবে।


Passive Voice of Imperative Sentence:



Imperative Sentence এর Passive Voice করতে হলে এর মধ্যে কি ভাব প্রকাশিত হয়েছে , সেটা দেখতে হবে।


যেমনঃ     

আদেশ বুঝালে, You are ordered to


Active : Take the medicine at once

Passive : Let the medicine be taken at once.

               or

              You are ordered to take the medicine at once


অনুরোধ বুঝালে, You are requested to


Active : Please, open the window.

Passive : You are requested to open the window.


 উপদেশ বুঝালে, You are advised to


Active : Always read attentively.

Passive : You are advised to  always read attentively.


নিষেধ বুঝালে, You are forbidden to


Active :   Do not drink dirty water

Passive :  Let not dirty water be drunk

                 or

                You are forbidden to drink dirty water.


Post a Comment

0 Comments