ইংরেজী ভাষায় Verb বা ক্রিয়াপদকে প্রধানতঃ ২ ভাগে ভাগ করা হয়।
১। Principal Verb ও ২। Auxiliary Verb
আজকের আলোচ্য বিষয় হল,
Auxiliary Verb
১। Primary Auxiliary :
যে Auxiliary Verb একটি বাক্যে Principle এবং Auxiliary এই দুইভাবেই কাজ করতে পারে, তাদেরকে Primary Auxiliary Verb বলে। যেমনঃ
I am a teacher . এখানে am এই verb টি Principal Verb বা মুখ্য ক্রিয়া হিসাবে কাজ করছে। আবার ,
I am dancing . এখানে am এই verb টি Present Continuous Tense গঠনে Auxiliary Verb হিসাবে কাজ করছে।
উল্লেখ্য যে , এই Verb এর রূপের পরিবর্তন হয়। যেমন : Be Verb এর পরিবর্তন লক্ষ্যনীয় be, being, been, am, is, are, was, were ইত্যাদি।
২। Model Auxiliary :
আবার দেখা যাচ্ছে can, could, may , might, এই verb গুলি কখনোই Principal Verb হিসাবে ব্যাবহৃত হতে পারে না।
এজন্য এই গুলিকে Model Auxiliary নামে আলাদা করা হয়েছে। যেমন :
I can do it এই বাক্যে can এই Verb কখনোই Principal Verb হিসাবে ব্যাবহৃত হয় না।
মনে রাখতে হবে যে, Model Auxiliary Verb এর রূপ সুনির্দিষ্ট । এদের রূপের পরিবর্তন হয় না।
ফলে এদের উপর Tense এর কোন প্রভাব নাই। Tense অনুযায়ী এদের রূপের পরিবর্তন হয় না।
কতিপয় Model Auxiliary Verb এর ব্যবহার:
1. Obligation বুঝাতে should, must, ought to
We should respect our parents- আমরা আমাদের পিতা-মাতাকে সন্মান করা উচিত।
We must obey our teachers - আমরা অবশ্যই শিক্ষকদের মান্য করব।
We ought to love our country - আমরা আমাদের দেশকে ভালবাসা উচিত।
2. Ability বুঝাতে can,
We can do the work -আমরা কাজটি করতে পারি।
3. Possibility বুঝাতে may,
It may rain today -আজ বৃষ্টি হতে পারে।
4. Request বুঝাতে would:
Would you wait for a while ? - দয়া করে কিছু সময়ের জন্য অপেক্ষা করবেন কি ?
লক্ষ্য করুন, উল্লেখিত Modal Auxiliary Verb গুলি Principal Verb হিসাবে ব্যবহৃত হতে পারে না। বরং Auxiliary Verb হিসাবে বিশেষ অর্থ প্রদান করে।
0 Comments