পিঁপড়া আমাদের পরিবেশের অতি সাধারন জীব। যদিও পরিবেশবাদীদের মতে জীববৈচিত্র নষ্ট করা উচ্যৎ নয়, কিন্তু অনেক সময় এরা যখন স্বাভাবিক জীবন অতীষ্ট করে তুলে, তখন কিছু ব্যবস্থ্যা না নিয়ে উপায় থাকে না।
সেক্ষেত্রে আজকাল অনলাইনে তথ্যের অভাব নেই। এখানে শুধু বাস্তবে কার্যকরী কিছু উপাদান তুলে ধরছি যা পিঁপড়াদেরকে হঠাতে পারে।
১। গরম মশলাঃ
পিঁপড়ারা মিষ্টি জাতীয় জিনিস বেশ পছন্দ করে । অতএব পিঁপড়া তাড়াতে হলে ঝাঁঝালো বা কটু ঘ্রানযুক্ত জিনিস বেছে নিতে হবে। এর মধ্যে আছে শুকনা মরিচ, কাল গুলমরিচ, লবঙ্গ এবং রসুন পাউডার পিঁপড়ার আক্রমন স্থলে ছিটিয়ে দিলে দ্রুত ওরা পালিয়ে যাবে।
২। কফি বর্জ্যঃ
আমরা সাধারনতঃ কফি তৈরী করার পর উচ্ছিষ্ট বর্জ্য ফেলে দেই। কিন্তু এর মধ্যে থাকা পটাশিয়াম , ফসফরাস ও ম্যাগনেশিয়াম হল উদ্ভিদের খাবার।
আমরা যখন এটি টবে বা বাগানে প্রয়োগ করি, পিঁপড়ারা এর তুর্গন্ধে পালায়। ফলে টব বা বাগানের উদ্ভিদগুলো পিঁপড়ার আক্রমন থেকে বেঁচে যায়।
৩। টক জাতীয় ফলের বাকলঃ
লেবু , কমলা বা মাল্টা জাতীয় ফল আমরা জানি ব্যাকটেরিয়া-ভাইরাসের বিরুদ্ধে কাজ করে।এই ফলগুলির বাকল ফেলে না দিয়ে পিঁপড়ার আবাসস্থলে ছিটিয়ে দিতে পারি।
এক্ষেত্রে ভাল কাজ করবে যদি আমরা সিট্রাস ঘ্রানযুক্ত ক্লিনার স্প্রে করে দিতে পারি।
৪। ভিনেগারঃ
প্লাষ্টিক স্প্রে বোতল বাজারে কিনতে পাওয়া যায়। ভিনেগারে সমপরিমান পানি মিশিয়ে পিঁপড়ার লক্ষবস্তুতে স্প্রে করে দিলে ওরা পালাবে।
এভাবে আমাদের হাতের কাছে থাকা অতি সাধারন জিনিস দিয়ে অসাধারন কাজটি করে নিতে পারি।
1 Comments
পিপড়ে তাড়ানোর প্রতিবেদনটি অনেক সুন্দর হইছে।
ReplyDelete