আমাদের জীবন হল ঘন্টা, মিনিট বা সেকেন্ডের যোগফল।
মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ-আসর এ সময়ের কসম করে বলেছেন , নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
জীবনের গভীর উপদেশ আমি নিজের জন্য এটাই নিয়েছি যে , এক সেকেন্ড সময়ও নষ্ট করা যাবে না। কেননা আসরের সময় খুবই সংক্ষিপ্ত। জীবন প্রতিনিয়ত বরফের মত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই উপলব্ধি কয় জনের আছে ?
জনৈক ফার্সি কবি বলেন, চল্লিশটি বছর পার হয়ে গেল তবুও ছেলেমি গেলনা।
আমাদের বাংলাদেশের মরমী কবি হাছন রাজা বলেন, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।
জীবনের এই গভীর উপলব্ধি যদি সত্যি তৈরী হত, তাহলে প্রতিটি মানুষ প্রতি মূহুর্তকে বছরের ন্যায় মনে করে কাজ করত । তারা কাজ করত ইহকাল ও পরকাল ব্যালেন্স করে।
কেননা , মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, হে আমার বান্দা , তুমি আমার কাছে চাও এভাবে,
হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকাল এবং পরকালের কল্যাণ দান করেন।
জীবনের এই গভীর উপলব্ধি বরফ বিক্রেতা যেভাবে বলে আমরা দেখে নেই।
সে চিৎকার করে বলছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচান। অর্থাৎ বরফ গলে শেষ হয়ে গেলে যেমন তার ব্যাবসা শেষ, আমাদেরও সময় শেষ হয়ে গেলে জীবন শেষ।
তাই আধ্যত্মিক সাধক লালন ফকির বলেন, সময় গেলে সাধন হবেনা।
0 Comments