Tense অর্থ সময় বা কাল। Tense কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।
১। Present Tense — বর্তমান কাল
২। Past Tense — অতীত কাল
৩। Future Tense — ভবিষ্যৎ কাল
Active Voice ( যেখানে কর্তা সক্রিয় ভূমিকা পালন করে ) এর ১২ টি Structure পর্ব-৩ পর্যন্ত্য সমাপ্ত হয়েছে।
শুরু হচ্ছে ,
Passive Voice:
Passive Voice ( যেখানে কর্তা সক্রিয় ভূমিকা পালন করে না। বরং কর্মের প্রাধান্য পরিলক্ষিত হয়। ) এরও ১২ টি Structure রয়েছে। সেই ১২ টি Structure Active Voice থেকে তৈরী করতে হয়। আজ আমরা শিখব কিভাবে ১২টি Passive Voice এর Structure তৈরী করতে হয়।
Rules for changing Active to Passive Voice.
১। Object হয়ে যাবে Subject এবং Subject হয়ে যাবে Object এবং তার পূর্বে by , to ইদ্যাদি Preposition বসবে।
২। Principal Verb হয়ে যাবে V3 এবং তার পূর্বে নিম্নরূপে New Auxiliary Verb বসবে।
a ) Present Indefinite এর ক্ষেত্রে ----- am / is / are
b ) Past Indefinite এর ক্ষেত্রে ----------was / were
c ) সকল Continuousএর ক্ষেত্রে ----------- being
d ) সকল Perfect এর ক্ষেত্রে ----- been
e ) বাকী সকল ক্ষেত্রে ----- be
৩। অন্যান্য শব্দ অপরিবর্তিত থাকবে।
Structures of Tense with conjugation in all persons ( Passive Voice )
৪র্থ পর্বে Present Indefinite Tense Passive আলোচনা হয়েছে।
শুরু হচ্ছে,
2. Present Continuous Passive ( ঘটমান বর্তমান )
হাঁ বোধক বা Affirmative
Person |
Singular |
Plural |
1st |
I am eating
rice. Passive- Rice is being eaten by me. |
We are eating
rice. Passive- Rice is being eaten by us. |
2nd |
You are eating
rice. Passive- Rice is being eaten by you. |
You are eating
rice. Passive- Rice is being eaten by you |
3rd |
He is eating rice. ( পুং লিঙ্গ ) Passive- Rice is being eaten by him. She is eating rice. Passive- Rice is being eaten by her. |
They are eating
rice. Passive- Rice is being eaten by them. |
0 Comments