কিভাবে বুঝবেন আপনার IBS রোগটি আছে ।

 যে রোগটি হলে আমাদের জীবন মূল্যহীন , বিষাদময় হয়ে উঠে। সেটি হল IBS

কিভাবে বুঝবেন আপনার IBS রোগটি  আছে ।


 IBS এর  ১ম পর্যায়ের  লক্ষণঃ


১ম পর্যায়ে পেট ফাঁফা-বদ হজম থেকে এই জঘন্য রোগটির সূচনা হয়। তখন যে প্রাথমিক লক্ষণসমূহ প্রকাষ পায়, 


১। পেট ফাপা  ফুলে থাকা

২। পেটের মধ্যে মাঝে মধ্যে বুদ বুদ করা

৩। পেটে গ্যাস ভরে থাকা

৪। তল পেটে ব্যাথা হওয়া

৫। দুষ্চিন্তা  ঘুম হয় না


 IBS প্রকৃত লক্ষণসমূহ হলঃ


 ১। পায়খানা কষা হওয়া

২। পায়খানা একবারে পরিস্কার না হওয়া। 

৩। ডায়েরিয়া আমাশার মতো পায়খানা হওয়া

৪। কম কম করে পায়খানা হওয়া

৫। দিনে একাধিক বার পায়খানা হওয়া

৬। কখনো কোষ্ঠকাঠিন্য ( কষা ) কখনো পাতলা হওয়া

৭। পায়খানা নরম কিন্তু বের হয় না

৮। পায়খানা কষা কিন্তু বের হয় না

৯। পায়খানার সাথে মিউকাস যাওয়া

১০। পায়খানার রং একেক সময় একেক রকম হওয়া

১১। খাবার হজম না হওয়া

১২। হজম শক্তি দূর্বল

১৩। পুরো শরীরে হারে ব্যাথা অনুভব করা


প্রিয় পাঠক,  IBS কোষ্ঠকাঠিন্য  পাতলা পায়খানা জনিত খুব জটিল রোগ। 


 IBS প্রতিরোধ ও প্রতিকারঃ


রোগের লক্ষণ থাকলে দ্রুত ডাক্তরের স্মরনাপন্ন হইতে হবে।

সচারাচর গ্যাস্টোলিভারের ডাক্তাররা যে ঔষধ সাজেশন করে তাতে সাময়িক আরাম পাওয়া যায় এবং দীর্ঘ মেয়াদে  সেই ঔষধ আর কাজ করে না

কারন  IBS রোগের প্রধান কারন হচ্ছে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। কোন ড্রাগ বা ক্যামিকেল দিয়ে এর কোন সমাধান আশা করা যায় না। যায় মধ্যে কোন প্রকার প্রাকৃতিক উপাদান নেই এমন কোন কিছুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না।  রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি হয় একমাত্র ভেষজ উপাদান থেকে।

অতএব শাক-সব্জি , ফলমূল ও ভেষজ উপাদান প্রয়োগের মাধ্যমেই ভাল থাকা সম্ভব।

তবে আশার আলো জ্বালিয়েছেন ষ্টেম সেল গবেষক ব্রিটেনের জন গার্ডন ও জাপানের সিমিয়া ইয়ামানাকা। ২০১২ সালে তারা নোভেল বিজয়ী বিজ্ঞানী।

তাদের ষ্টেমসেল ফর্মূলা কাজে লাগিয়ে সুইজারল্যন্ডের বিজ্ঞানী ডঃ ফ্রেড জুলি আবিস্কার করেছেন স্টেমসেল নিউট্রিশান থেরাপী। এটি একটি প্রাকৃতিক খাবার যার মধ্যে রয়েছে আমাদের দেহকোষের সম্পূর্ন নিউট্রিশান ও স্টেমসেল যা দেহকোষকে রিপেয়ার , রিজেনারেট করে রোগ প্রাতরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে। ফলে সহ মানবদেহের নানান জটিলতা ধীরে ধীরে দূরীভূত হয়ে যায়।

এই মেডিসিনাল প্যাকেটজাত খাবারের নাম  S. Factor পণ্যটি অর্ডার করতে যোগাযোগ করতে পারেনঃ

01921585657

তবে মনে রাখতে হবে প্রাকৃতিক খাবার সরাসরি খেতে না পারলে কখনও পরিত্রাণ পাওয়া সম্ভব না। প্রসেস করা খাবার দিয়ে সেল রিকভারী কোনও দিনও সম্ভব নয়।


Post a Comment

0 Comments