মূল্যবোধ ধারনাটি অস্পষ্ট হলেও তা মানুষের একটি আত্মিক সম্পদ। মূল্যবোধ কথাটির অর্থ মূল্যবান, মর্যাদাপূর্ণ । মানুষ যা সম্বন্ধে উৎসুক, যা সে চায়,যা সে হতে চায়, যা অবশ্য কর্তব্য বলে মনে করে ,যার প্রতি তার গভীর শ্রদ্ধা আছে ও বিশ্বাস আছে তাকে মূল্যবোধ বলে।
মূল্যবোধ হচ্ছে এমন একটি মানদন্ড যার মাধ্যমে ভালমন্দ কাজের বিচার করা হয়।
মূল্যবোধ মানুষকে সঠিক পথে চালনা করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
আমরা পরিবার,সমাজ,বন্ধু-বান্ধব, বিদ্যালয় থেকে মূল্যবোধ অর্জন করি। জীবনের প্রতি ক্ষেত্রে মূল্যবোধ এর ভূমিকা রয়েছে।
সুখ, স্বাস্থ্য,আরাম,ধর্ম সবই মূল্যবোধ এর উদাহরন।
ভাল বই পড়ে আমরা জ্ঞান অর্জন করি আর এই জ্ঞান হল মূল্যবোধ। জীবনকে আরামদায়ক করে তোলার প্রচেষটাও হল মূল্যবোধ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার আগ্রহও এক ধরনের মূল্যবোধ।এই মূল্যবোধ আমাদের শিল্প সৃষ্টিতে আগ্রহী করে তোলে। বিভিন্ন ধরনের শিল্প যেমন- ছবি আঁকা,গান গাঁওয়া,আবৃত্তি ইত্যাদি।
আবার জীবন যাপনের উদ্দেশ্যে প্রত্যেকটি কাজকর্মকে সঠিক ও সুন্দরভাবে বিশ্লেষণ করা এবং তা হতে তৃপ্তি পাওয়ার জন্য ধর্মীয় পাদপীঠে গমন করাও হল মূল্যবোধ।
মূল্যবোধ আছেই বলে আমরা ভাল মন্দের বিচার করতে পারি। মূল্যবোধ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
3 Comments
Good post
ReplyDeleteGood post
ReplyDeleteGood post
ReplyDelete