যেকোন ভাষা আয়ত্ব করতে হলে ভাষা শিক্ষার মূলনীতি রপ্ত করতে হয়। যেকোন ভাষার মূলে ৪ টি স্কিল বা দক্ষতা রয়েছে।
১। Listening বা শোনা
২। Speaking বা বলা
৩। Reading বা পঠন and
৪। Writing বা লিখা
উপরোক্ত ৪ টি দক্ষতা অর্জন করাই হচ্ছে ইংরেজীতে ভালো করার মূল মন্ত্র।
শোনা এবং বলা, এই দুটি দক্ষতা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ঘটে। হিন্দি ভাষা শুনে শুনে যেমন ছেলে-মেয়েরা হিন্দি বলতে পারে, এই নিয়মে তারা চাইলে ইংরেজী ভাষাও শিখতে পারে।
কিন্তু ৩ এবং ৪ নং দক্ষতা অর্জনের জন্য যথেষ্ট সাধনার প্রয়োজন। এর জন্য ইংরেজীতে অনার্স - মাষ্টার্স প্রয়োজন নাই। বরং এর জন্য প্রয়োজন পর্যাপ্ত অনুশীলন।
রিডিং উন্নয়ন করতে হলে প্রতিদিন ১টি ইংরেজী টেক্সট অধ্যয়ন করতে হবে।
১ম কাজ হল অজানা শব্দগুলির অর্থ জেনে নেওয়া।
২য় কাজ হল হাঁ এবং নাবোধক প্রশ্ন করে বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারনা নেওয়া।
৩য় কাজ হল Wh প্রশ্ন করে বিষয়বস্তুর গভীরে প্রবেশ করা ও সারবস্তু জানা হল কিনা মূল্যায়ন করা।
অনুরূপভাবে, রাইটিং বা লিখন শৈলীতে দক্ষতা অর্জন করতে হলেও কতগুলি কলাকৌশল রয়েছে। যেমন
অনুবাদ, সারাংশ, রচনা বা প্রবন্ধ ইত্যাদি। এক্ষেত্রে সহজ থেকে কঠিন সূত্র প্রয়োগ করতে হয়। যেমন প্রবন্ধ লিখতে হলে আগে ছোট ছোট বিষয়ের উপর ৫/১০ লাইন লিখার অভ্যাস গড়ে তুলতে হবে।
তবে এক্ষেত্রে একজন দক্ষ প্রশিক্ষকের প্রয়োজন রয়েছে।
যোগাযোগ করতে পারেন: Online teacher-- 01921585657
1 Comments
আমার ইংরেজী বিষয়ে তেমন জ্ঞান ছিল না, আপনার দেওয়া ইংরেজী বিষয়টি পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
ReplyDelete