সৃষ্টির সেরা জীব মানুষ । যার আছে মান এবং হুস সেই সেই প্রকৃতপক্ষে মানুষ। এই মানুষ চাইলেই যা কিছু করতে পারে না। তার আগে পিছে চিন্তা করে পা ফেলতে হয়। যারা মানুষের এই মাহাত্ম চিন্তা না করে চলে, তারা যেকোন অপকর্মে লিপ্ত হতে পারে।
জীবনে কোন জিনিসগুলো আপনি কোনোভাবেই করতে চান না? এই প্রশ্নের উত্তর যদিও অনেক বিস্তারিত, স্বল্প পরিসরে কিছু প্রয়োজনীয় কথা এখানে উল্লেখ করতে চাই। প্রথম কথা হল, যেকোন কাজ করার আগে মৃত্যুর কথাটি চিন্তা করেই কাজটি করা ভাল। তাহলে কোন জিনিসগুলি আপনি করতে চাননা তা পরিস্কার হয়ে যাবে।
১। অন্য মানুষের ক্ষতি হয় এমন কাজ করতে চাই না। কারন , সেই ব্যক্তি মমিন না, যার জিহ্বা ও হাত থেকে অন্যেরা নিরাপদ না।
২। নিজের ও পরিবারের ক্ষতি হয় এম কাজ করতে চাই না। এর মধ্যে থাকতে পারে ; ধুমপান, মদ্যপান, পরকিয়া, হারাম রুজি, ব্যভিচার ইত্যাদি। এই কাজগুলি সরাসরি নিজের জীবন এবং পরিবারকে ধ্বংস করে দেয়।
৩। মহান আল্লাহ তায়ালার সৃষ্ট প্রকৃতি জগৎ নষ্ট হয় এমন কাজ করতে চাইনা। যেমন বৃক্ষ নিধন, খাল ও নদী ভরাট করা, পাহার কাটা, জীব-বৈচিত্র নষ্ট করা ইত্যাদি।
পরিশেষে বলতে চাই, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হল সময়। এই সময়কে কোন অবস্থায়ই আমি নষ্ট করতে চাই না।
1 Comments
Beautiful Post
ReplyDelete