একাগ্রতা কি শিক্ষাগত ফলাফলকে প্রভাবিত করে?


একাগ্রতা কি শিক্ষাগত ফলাফলকে প্রভাবিত করে?

অবশ্যই শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে Concentration বা একাগ্রতা। শুধু তাই নয়, জীবনে সফলতার একটি আবশ্যকীয় সোপান হচ্ছে এই Concentration বা একাগ্রতা। অন্য কথায় আমরা এটাকে ফোকাস ও বলতে পারি। আলোচনার সুবিধার্থে বর্তমান প্রতিপাদ্য বিষয়ে আমরা এটাকে ফোকাস শব্দটি দিয়েই প্রকাশ করব।

আমরা অনেকেই হয়তো ছোটবেলায় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালিয়েছি। 
সেটি সম্ভব হয়েছিল এই ফোকাসের কারনেই। 

সূর্য থেকে আগত রশ্মিগুলোকে একটি নির্দিষ্ট ফোকাল পয়েন্টে নিয়ে একটি কাগজকে যখন আমরা ধরে রাখি, তখনি কেবল আগুন জ্বালানো সম্ভব। কাগজটি নাড়াচাড়া করলে অর্থাৎ ফোকাস বা একাগ্রতা নষ্ট করলে সেখানে আর আগুন জ্বলে না।

আমাদের শিক্ষা জীবন থেকে শুরু করে পুরো কর্মজীবনের সফলতা নির্ভর করে এ ফোকাসের উপর। প্রচলিত কথা আছে যে, একটি গাছকে ৩ বার নাড়া দিলে গাছটিও মারা যায়।

একটি ছেলে বা মেয়েকে ৩ বার বিয়ে দিলে , তাদের জীবনটাও নড়বড়ে হয়ে যায়।ধ্যানে , জ্ঞানে, শয়নে , স্বপনে যখন আমরা একটি বিষয় নিয়ে চর্চা করি, তখন ওটাতে সফলতা আসবেই ইনশাল্লাহ।


Post a Comment

3 Comments

  1. খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট

    ReplyDelete
  2. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

    ReplyDelete