সবাই আমরা একটি সুন্দর জীবনের প্রত্যাশা করি। কিন্তু সুন্দর জীবনের গোলক ধাঁ ধাঁ বুঝতেই আমাদের অনেকে জীবন পার করে দেই।
প্রতিটি মানুষ মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। প্রত্যেকের রুচি - পছন্দ সম্পূর্ন ভিন্ন। সুন্দর জীবন সবার চোখে আলাদা।
১। কাঠুরিয়ার দৃষ্টিতে সুন্দর জীবনঃ
কোন এক গ্রামে এক মোড়লের হাড় মড় মড় রোগ হয়েছিল। বৈদ্য এসে বলল , সুখী মানুষের জামা ছাড়া এই রোগ ভালো হবে না। মেড়লের শ্যালক সুখী মানুষের জামার জন্য দ্বারে দ্বারে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করেও কোন সুখী মানুষ খুঁজে পায়নি।
অবশেষে নদীর ধারে কুঁড়েঘরের পাশে এক কাঠুরিয়কে পেয়ে জিজ্ঞাসা করল যে, সে সুখী কিনা। উত্তরে সে বলল , সে মহাসুখী। মোড়লের শ্যালক অবাক হয়ে জানতে চাইলে সে বলল , জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে, নদীতে মাছ ধরে, জঙ্গলের ফল-মূল তরি-তরকারী খেয়ে তার সুখেই দিন কাটে।
মেড়লের শ্যালক মিনতি করে তার দুলাভাইর রোগ সাড়ানোর জন্য তার জামাটি চাইল। সে হেসে বলল, তার জামা নেই। অতএব কাঠুরিয়ার দৃষ্টিতে জামাবিহীন জীবনেই সুখ।
২। কবি-সাহিত্যিকের দৃষ্টিতে সুন্দর জীবনঃ
Alexander Pope এর Ode to Solitude
কবিতায় আমরা দেখতে পাই, তিনি সুখের জন্য কেবলমাত্র কিছু পৈত্রিক জমি, দুধের জন্য কিছু গবাদি পশু, গ্রীষ্মের দাবদাহ থেকে পরিত্রানের জন্য কিছু বৃক্ষাদি, বিনোদনের জন্য পড়ার পরিবেশ এবং নিভৃতে পৃথিবী থেকে প্রস্থান।
৩। ধার্মিকের দৃষ্টিতে সুন্দর জীবনঃ
নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য। - সুরা আলে ইমরান। এই বোধ সম্পন্ন ব্যক্তিরা হল, যারা দাঁড়ানো বসা এবং শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে।
৪। আধুনিক মুক্তমনের মানুষের দৃষ্টিতে সুন্দর জীবনঃ
সারারাত চ্যাটিং ডেটিং করে ১০-৫ টা পরকীয়ায় লিপ্ত থেকেই সুখ। মেয়ে গেল অজানা এক ছেলের হাত ধরে, ছেলে বিয়ে করল কাজের মেয়েকে, সেই মেয়ের সাথে আবার শ্বশুড়ের পরকীয়া-এতেই যেন সুখ। সম্মানিত পাঠক, বেছে নিন আপনার সুখের জীবন। মনে রাখবেন , নিশ্চয়ই আমরা তার কাছে প্রত্যাবর্তন করব।
এছাড়াও সাহসী হওয়া যায় কিভাবে সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন?
2 Comments
সুন্দর জীবন গড়তে, পোস্টটি পড়ে অনেক ধরণের জ্ঞন পেলাম, ধন্যবাদ
ReplyDeleteআপনাকেও ধন্যবাদ
Delete