প্রকৃতপক্ষে আরবি ভাষার লেখা নির্ভর করে আরবী ব্যাকরণ এর উপর ।এখানেপদবিন্যাস এবং এক পদের সাথে আরেক পদের সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । কেউ যদি আরবি ভাষার পদবিন্যাস ,পদগুলির সাথে পারস্পারিক সম্পর্ক অর্থাৎ আরবী ব্যকরণ ভালোভাবে আয়ত্ব করতে পারেন , তাহলে আরবি ভাষার লেখা পড়তে জের , জবর , পেশ অর্থাৎহারকাত এর কোনো প্রয়োজন হবে না।
উদাহরণস্বরূপ বলা যায় আরবি ভাষায় কতগুলো অব্যয়পদ রয়েছে, যেগুলো কোন শব্দের পূর্বে বসলে ওই শব্দের শেষে যের দিয়ে পড়তে হয়। যেমন জাইদুন ফিল বাইতি। এখানে ফি একটি অব্যয় পদ রয়েছে। তারপরে বাইতুন শব্দটি এসেছে। কিন্তু বাইতুন শব্দের পূর্বে ফি অব্যয় পদ থাকার কারণে বাইতুন এর জায়গায় বাইতি হয়েছে। এভাবে আরবি ভাষার পদবিন্যাসে রয়েছে বৈচিত্র্যপূর্ণ নিয়ম কানুন। ভাষার এই নিয়ম কানুন বা গ্রামার ভালো করে যিনি আয়ত্ত করতে পারবেন , উনার আরবি ভাষা পড়তে গিয়ে যের যবর পেশ এর কোন প্রয়োজন হবে না।
0 Comments