Tag Question কি ও কিভাবে তৈরী করতে হয়।

 

Tag Question  হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যা সাধারনত শ্রোতার সম্মতি আদায় করার জন্য ব্যবহার করা হয়।

যেমনঃ  You like tea .
Yes/ No Question = Do you like tea ?
Tag Question = You like tea, don't you ?
কেউ যদি Yes/ No Question = Do you like tea ? ভাল ভাবে রপ্ত করতে না পারে, তার দ্বারা Tag Question  তৈরী করা সম্ভব না। 
Tag Question  কি ও কিভাবে তৈরী করতে হয়।


তবুও   Tag Question তৈরীর প্রাথমিক ধারনা দেওয়ার চেষ্টা করছি।

১। বাক্যটি হাঁবোধক হলে , Tag Question হবে নাবোধক।
২। বাক্যটি নাবোধক হলে , Tag Question হবে হাঁবোধক।
৩। প্রদত্ত বাক্য থেকে কর্তা এবং ক্রিয়াপদ খুঁজে বের করতে হবে।
৪। কাঠামো অনুযায়ী শব্দাবলী বসাতে হবে।
 
৫। না বোধক কাঠামো

Statement + coma+ Aux.v +not ( contraction)+ subject এর pronoun +?
Kamal likes tea, doesn't he ?

 ৬। হাঁবোধক কাঠামো 

Statement + coma + Aux.v + subject এর pronoun + ?
Kamal does not like tea, does he ?

Post a Comment

2 Comments

  1. আপনার পোস্টগুলো পড়ে অনেক কিছু শিখতে পারি। খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এই পোষ্টটিতে Tag Question এর বিষয়ে। ধন্যবাদ এ রকম পোস্ট উপহার দেওয়া জন্য।

    ReplyDelete
  2. আপনার পোষ্টগুলো পড়ে অনেক কিছু শিখতে পারি। তবে Tag Question বিষয়ে আমার ধারণা কম ছিল সঠিকভাবে জানতে পারলাম ধন্যবাদ

    ReplyDelete