অনলাইনেও কি লেখাপড়া করা যায় ?

 এই লকডাউনে লেখাপড়া গুছিয়ে ফেলুন অনলাইনে‼️

(Skypeএর মাধ্যমে)।

অনলাইনেও কি লেখাপড়া করা যায় ?


📣 দ্বিতীয় শ্রেণি হতে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয়ে অনলাইন ক্লাসে #রেজিস্ট্রেশন চলছে‼️


🏫 দীর্ঘ সময় স্কুল / কলেজ বন্ধ থাকায়, শিক্ষার্থীরা পড়ালেখায় অমনোযোগী হয়ে যেতে পারে। যা পরবর্তী সময়ে তার পড়াশুনার উপর নেতিবাচক  প্রভাব ফেলবে ।

তাই করোনা কালীন এই সময়ে আপনার সন্তানের জন্য আপনার কাঙ্খিত অনলাইন টিউটর।

রেজিস্ট্রেশন করতে কল করুন এখনি‼️


📴 প্রথম তিনজন রেজিস্ট্রেশন কারির জন্য থাকছে টিউশন ফি ৫০%  ডিসকাউন্ট অফার।

💶 মাসিক টিউশন ফি এক হাজার টাকা মাত্র।

🕗 ক্লাসের সময়ঃ সকাল আটটা থেকে নয়টা। (রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্র ও শনিবার বন্ধ)

বিশেষ আকর্ষণ আল কোরআন তেলাওয়াত শিক্ষার ক্লাস:

🌹 আল কুরআন ক্লাশের সময়সূচিঃ 🌹 (Skype এর মাধ্যমে) শুক্র, শনিবার রাত ১০ টা এবং মঙ্গলবার ও বুধবার এর ক্লাস রাত ১১টা থেকে ১২টা হবে। 


📲 রেজিষ্ট্রেশনের জন্য সরাসরি কল করুনঃ 

📳 Skype ID: sheikh.abdullah45

📱01712-645665 (WhatsApp)

📱01921-585657 (Hotline)

ধন্যবাদান্তে,

Sheikh Md. Abdullah ( B.A.B.Ed. )

Retired English and Arabic teacher.

Post a Comment

1 Comments

  1. অনলাইনে লেখাপড়ার উদ্যোগটি অনেক ভালো বিষয়। পোস্টি অনেক সুন্দর হয়েছে।

    ReplyDelete