যারা এখনও ইংরেজী ভয় পাচ্ছেন তাদেরকে বলবো এই ওয়েবসাইটের সাথে লেগে থাকুন। এখানে ধরাবাহিকভাবে ইংরেজী শিখার অতি সহজ পদ্ধতি তুলে ধরা হবে।
আজকের বিষয় ক্রিয়াপদের গঠন। অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছেন, প্রচুর ইংরেজী শব্দ জানেন। কিন্তু প্যাটার্ন বা গঠন প্রণালী না জানার কারনে তারা ইংরেজী বলতেও পারে না , লিখতেও পারে না।
ইংরেজী ক্রিয়াপদ প্রধানতঃ দুই প্রকারঃ
১। Finite Verb বা সমাপিকা ক্রিয়া ২। Non Finite Verb বা অসমাপিকা ক্রিয়া।
১। Finite Verb বা সমাপিকা ক্রিয়া ঃ
যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থের সমাপ্তি ঘটে তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে। যেমন- I like tea.
এখানে like একটি Finite Verb সময় পরিবর্তনের সাথে সাথে এদের কাঠামো বা প্যাটার্ন বদলে যায়। খুব সহজেই আমরা এই প্যাটার্নগুলি রপ্ত করে ফেলতে পারি।
২। Non Finite Verb বা অসমাপিকা ক্রিয়াঃ
যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থের সমাপ্তি ঘটে না, তাকে Finite Verb বা অসমাপিকা ক্রিয়া বলে। যেমন- I like swimming.
কিন্তু Non Finite Verb বা অসমাপিকা ক্রিয়ার রূপ সুনির্দিষ্ট । যেমন- I like swimming.
এখানে Swimming একটি Non Finite Verb. এ বিষয়ে অন্য একটি পোষ্ট এ আলোচনার ইচ্ছা রাখি।
Finite Verb বা সমাপিকা ক্রিয়াগুলিকে সময় বা কাল পরিবর্তন সাপেক্ষে প্রধানতঃ ৩ ভাগে ভাগ করা হয়।
১। Present Tense (বর্তমান কাল)
যেমন - আমি ভাত খাই - I eat rice.
Pattern: S+ V1 + Extension
Person ভেদে রূপের পরিবর্তন
Person |
Singular |
Plural |
1st |
I eat rice |
We eat rice |
2nd |
You eat rice |
You eat rice |
3rd
|
He eats rice She eats rice |
They eat rice |
২। Past Tense (অতীতকাল )
যেমন - আমি ভাত খেয়েছিলাম - I ate rice.
Pattern: S+ V2 + Extension
Person ভেদে রূপের পরিবর্তন
Person |
Singular |
Plural |
1st |
I ate rice |
We ate rice |
2nd |
You ate rice |
You ate rice |
3rd
|
He ate rice She ate rice |
They ate rice |
৩। Future Tense (ভবিষ্যতকাল)
যেমন - আমি ভাত খাব - I shall eat rice.
Pattern: S+ shall/will + V1 + Extension
Person ভেদে রূপের পরিবর্তন
Person |
Singular |
Plural |
1st |
I shall eat rice |
We shall eat rice |
2nd |
You will eat rice |
You will eat rice |
3rd
|
He will eat rice She will eat rice |
They will eat rice |
Note:
V1=Present form V2=Past form V3= Past participle form
Eat Ate Eaten
এখানে ৩টি Tense এর Basic Pattern দেখানো হলো।
এছাড়াও প্রত্যেকটি Tense এর ৪টি করে মোট ১২ টি Pattern রয়েছে।
আবার এই ১২ টি Pattern এর ১২টি কর্মবাচ্যের Pattern রয়েছে।
কেউ যদি এই ২৪ টি Pattern ভালকরে রপ্ত করতে পারে, তার ৮০ % ইংরেজী শিখা হয়ে যায়।
তবে এক্ষেত্রে একজন দক্ষ প্রশিক্ষকের প্রয়োজন রয়েছে।
0 Comments