প্রচন্ড এই গরমে প্রশান্তির অন্য নাম তরমুজের শরবত। সহজ এই রেসেপি সঠিক নিয়মে বানাতে পারলে তা আসলেই আমাদের প্রশান্তি এনে দিতে পারে। তাহলে চলুন শিখে নেওয়া যাক নিমিষেই তরমুজের শরবত বানানোর সহজ এই রেসেপি ।
উপকরনঃ
১। তরমুজ ১ বাটি।
২। চিনি পরিমানমতো।
৩। বিটলবন সামান্য।
৪। বরফকুচি ইচ্ছেমতো।
৫। লেবু স্লাইস ।
পদ্ধতিঃ
ব্লেন্ডারে তরমুজ এবং চিনি,বিটলবন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। গ্লাসে বরফকুচি এবং লেবু স্লাইস দিয়ে পরিবেশন করতে হবে মজাদার ও প্রশান্তিময় তরমুজের শরবত।
0 Comments