সকল প্রকার কাপড় সংরক্ষণ করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা উচিত:
১. গৃহের ব্যাবহারের কাপড়,শীতের পোশাক,গরমের পোশাক ইত্যাদি শ্রেণীভেদে ভাগ করে নিতে হবে।
২.দামি কাপড় ও সাধারণ কাপড় ভাগ ভাগ করে রাখলে সুবিধা হয়।
৩.বড় ও ছোট কাপড় ভাগ ভাগ করে রাখলে সুবিধা হয়।
৪. কাপড়গুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ভাজ করে রাখতে হবে।
৫. কাপড় সংরক্ষণ করার আগে আলমারিতে কীটনাশক স্প্রে করে নিতে হবে।
৬.কাপড়ের ভাজে ভাজে শুকনা চা, নিমপাতা কাপড়ের পুটলিতে বেধে রাখা যায়।
৭. এছাড়া ন্যাপথলিন ব্যাবহার করা যায়।
0 Comments