প্রচন্ড এই গরমে প্রশান্তির অন্য নাম Blue Moon Drink। সহজ এই রেসেপি সঠিক নিয়মে বানাতে পারলে তো আর কথাই নেই। চলুন তাহলে রেসেপিটি শিখে নিই এখনই। মেহমান আপ্যায়নে Blue Moon Drink এর কোন জুড়ি নেই, দেখতেও দারুন।
উপকরনঃ
১। বিটলবণ --পরিমাণ মতো।
২। লেবুর রস ১ চা চামচ।
৩। Blue Food কালার ১ ফোটা।
৪। সাদা কোল্ড ড্রিংক ১ গ্লাস।
৫।বরফ কুচি পরিমানমত।
পদ্ধতিঃ
একটি গ্লাস নিয়ে তাতে বরফ কুচি,লেবুর রস ১ চা চামচ, বিটলবণ পরিমাণ মতো , Blue Food কালার ১ ফোটা এবং সাদা কোল্ড ড্রিংক ১ গ্লাস পরিমান নিয়ে স্ট্র দিয়ে নাড়াতে হবে। ব্যাস রেডী হয়ে গেল Blue Moon Drink
0 Comments