সামার মেকআপ কেমন হবে ?

 প্রচন্ড এই গরমে চাই একটি perfect makeup look তবে মেকআপটি হতে হবে light weighted.

সামার মেকআপ কেমন হবে ?

১। ফেস ক্লিনঃ

সামার মেকআপ এর জন্য প্রথমে ফেস ক্লিন করে নিতে হবে যাতে মেক আপটি ঠিকমত বসে। আপনার স্কিন বান্ধব ভালো ব্রান্ডের একটি ফেইস ওয়াস ব্যাবহার করুন।

২। ক্রিম লাগানোঃ

১ম কাজ হল প্রাইমার লাগানো। এরপর  নিজের শেড অনুযায়ী বিবি ক্রিম লাগাতে হবে। 

যদি dark circles থাকে তাহলে কনসিলার দিতে হবে। কনসিলার অবশ্যই শেড অনুযায়ী হবে।
এরপর লুজ পাউডার দিয়ে সেট করে নিতে হবে। কেননা, লুজ পাউডার মেক আপটিকে দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে।

 

অতঃপর আইলাইনার দিয়ে এবং নুড কালার লিপস্টিক দিয়ে লুক complete করতে হবে। 

সবশেষে সেটিং স্প্রে apply করতে হবে।

তাহলেই তৈরী হয়ে যাবে চমৎকার একটি গ্রীষ্মকালীন মেকআপ।

Post a Comment

0 Comments