আখিরাতের সফলতায় প্রয়োজন খালেস ঈমান ( ছন্দোবদ্ধ )


আখিরাতের সফলতায় প্রয়োজন খালেস ঈমান ( ছন্দোবদ্ধ )


সফল জীবন

সফল জীবন সবাই জানে, মুমিনের জীবন,

চল সবাই জানি তবে (), কি করে হওয়া যায় মুমিন ।।


কলমা পড়ে মুসলিম জানি,

কিছু আল্লাহ (), কিছু গাইরুল্লাহ মানি,

ভাবি বুঝি হইলাম মুমিন (), রোজ হাশরে পাইব জামিন

শয়তানেরই ধোকা এটা (), এখনও হুশ হয় না-রে মন।।


লা-য়ে নফী কলেমাতে,

ফারেগ হও (), গাইরুল্লাহ হতে,

আমরা সবে কলমা পড়ি (), গাইরুল্লাকেও সাথে রাখি

মোমিন হওয়ার রাস্তা হলো (), কলেমাকে ধরা শর্তহীন।।


আল্লাহ বলেন গ্রন্থে তারই,

হয়ে দাখিল (), পুরাপুরি,

দাখিল হয়ে ইসলামে আর (), শুরু হবে মোমিন জীবন

গাইরুল্লাকে কিছু রাখলেও (), হবে না কলেমা পঠন।।


স্বচ্ছ বিবেক আয়না যেন,

ভেবে তুমি (), দেখনা কেন,

এত টুপি এত দাড়ি (), এত রোজা নামায পড়ি

দেশ কেন আজ রসাতলে (), দুর্নীতিতে হলো চ্যাম্পিয়ান।।


কি লাভ শুধু কাবার দিকে

গাইরুল্লাকে (), সাথে নিয়ে,

মাথা ঠুকে গেলাই কেবল (), মিথ্যা আশায় নাই কোন ফল

এখনই ভাই তওবা করে (), শুরু কর মোমিনের জীবন।।


আব্দুল্লাহ, পূর্ব রামপুরা-/১১/১২, (খ্রীঃ)

 

Post a Comment

0 Comments