আরেফের কান্নাঃ
জাগেনা আমার মনে ভাবের প্রেরণা,
পাশাপাশি হেঁটে হেঁটে, কথার মালা মুখে ফুটে,
পৌঁছে গেলাম অচিনপুরে (২), ভাব হলো না।।
বলার কথা বলে গেলাম, শুধুই ছলনা,
সব কানারই মনে মনে, আছে জানা প্রতি ক্ষনে,
ভাব ছাড়া রিলেশন হলে (২), রিটার্ণ পাবে না।।ঐ
ভাব জাগিলে মানস পটে, হয় যে দিওয়ানা,
মজিলে ভাবেতে কারো, দমে দমে তাঁরে স্মর,
প্রতিদানের সাজিয়ে ঢালি (২), তোমায় ছাড়ে না।।ঐ
বেশ ধরিয়া মুমিন সেজে, কিযে বাহানা,
বউ ঝি নিয়ে দিনে রাতে, টাকা কড়ির ফিকিরেতে,
মজিয়া দুনিয়ার প্রেমে (২), মুমিন হবে না।।ঐ
ভাব ছাড়া নামাজে বসে, চিত্ত জাগে না,
জায়নামাজে বসে বসে, নানান রঙের হিসাব কষে,
বন্দেগী সব লোক দেখানো (২), মুক্তি পাবে না।।ঐ
হিসাব কিতাব চলে না যে, ভাবের জগতে,
উজার করে আবেদগণে, থাকে শুধু তারই ধ্যানে,
খেজুর পাতায় রাত কাটালেও (২), বেজার থাকে না।।ঐ
এশকে এলাহী ছাড়া, বন্দেগী হয় না,
হৃদয়েরই ভাবাবেগে, নিশিরাতেও জেগে থাকে,
আবদুল্লাহ চায় এমন জীবন (২), ভাবে দিওয়ানা।।ঐ
আব্দুল্লাহ, পূর্ব রামপুরা- ৫/১১/১২, (খ্রীঃ)
0 Comments