আল কুরআন তিলাওয়াত শিক্ষা : পর্ব - ৯ : ১৭ নং মাখরাজ

আল কুরআন তিলাওয়াত শিক্ষা : পর্ব  - ৯ :  ১৭ নং মাখরাজ


আরবি২৯টি। হরফ উচ্চারনের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা হতে বের হয়, ঐ জায়গাকে ঐ হরফের মাখরাজ বলে। মাখরাজ মোট ১৭ টি। সহীহ্ শুদ্ধ তিলাওয়াতের জন্য আরবী বর্ণমালার সঠিক উচ্চারন (মাখরাজ) জানা দরকার। সকলের জন্য আরবী অক্ষরগুলো উচ্চারণের স্থান ও কৌশল নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ্।

নবম পর্বঃ

১৭ নং মাখরাজঃ


১৭ নং মাখরাজ নাকের বাঁশী হইতে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন:-


এই আলোচনার মধ্য দিয়ে আরবী বর্ণমালার ১৭ টি মাখরাজ শেষ হল।
উল্লেখ্য যে, শিক্ষকের সাথে সরাসরি চর্চা ছাড়া মাখরাজ সঠিক ভাবে আয়ত্ব করা যায় না। উচ্চারণ কৌশল স্কাইপির মাধ্যমে লাইভে শিখতে আমার অনলাইনে আল কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণ করুন।

সরাসরিঃ +8801712645665--WhatsApp, Cell :+8801921585657
Skype ID: sheikh.abdullah45

ক্লাসে জয়েন করতে হলে আপনার স্কাইপে আইডি হোয়াটসএপে ম্যাসেজ করেন।

চলবে....

Post a Comment

0 Comments