সকল প্রকার কাপড় ইস্ত্রি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা উচিত:
২.রঙিন ও ছাপা কাপড় সবসময় উল্টা দিকে ইস্ত্রি করা।
৩. যতদূর সম্ভব ইস্ত্রি লম্বালম্বিভাবে চালনা করা উচিত। এতে কাপড় পাশে বড় হতে পাড়ে না।
৪.ইস্ত্রি করার সময় যতদূর সম্ভব কম নাড়াচাড়া করা উাচত।
৫.যতদূর সম্ভব দুই পরত কাপড় একত্রে ইস্ত্রি করা ভালো। এতে সময়,শক্তি ও বিদ্যুৎ খরচ কমে।
৬.ইস্ত্রি করার স্থানে আলো ও বাতাস থাকা দরকার। কম আলোতে ইস্ত্রি করলে ইস্ত্রি ঠিকমত হয়েছে কিনা বোঝা যায় না। বাতাসপূর্ণ স্থান হলে গরম কম লাগে এবং কাপড়ের আর্দ্রভাব দ্রুত শুকায়।
0 Comments