প্রতিটি ঈদে নিজেকে সাজিয়ে তুলুন আকর্ষনীয় মেকআপে।
মেকআপের আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নিতে হবে। অতঃপর ধরাবহিকভাবে নিম্নরুপে মেক আপ সম্পূর্ন করতে হবে।
১। প্রথমে একটি ভালো ব্রান্ডের প্রাইমার লাগাতে হবে।
২। এরপর নিজের শেড অনুযায়ী ফাউন্ডেশন লাগাতে হবে।
৩। এবার কনসিলার apply করতে হবে।
৪। এবার contour কিট এর সাহায্যে contour করতে হবে।
৫। হালকা ব্লাশ দিতে হবে ।
৬। অতঃপর হাইলাইটার, আইলাইনার, মাসকারা ও ডার্ক লিপস্টিক দিয়ে
মেকআপ complete করতে হবে।
সবশেষে সেটিং স্প্রে apply করতে হবে। লুকটি যেন সহজেই করা যায় তাই
eyeshadow skip করা হয়েছে।
0 Comments