মানুষের কথা আজ
বলতে গেলে, হৃদয়ে রক্ত ঝড়ে,
ভাসে বুক নয়ন
জলে।।
সৃষ্টির সেরা মানুষ প্রিয় আল্লাহর
ভুলে গিয়ে অঙ্গীকার, ডুবে যায় অতল
তলে।
বাঘেরেও মারে না
অন্য বাঘে,
কিন্তু মানুষ মানুষেরে, তুচ্ছ কারণেই মেরে
ফেলে।।ঐ
দেশটা পুরাপুরি বদলে
গেছে,
বাপের বয়সী মানুষেরেও, পুলিশে পায়ে দলে।
মানুষ মানুষকে কেটে
কেটে,
উল্লাসে মত্ত হয় সে, প্রতিটি স্বার্থের কালে।।ঐ
উচ্চ শিক্ষার আবরনে,
জ্ঞানে সমৃদ্ধ মানুষগুলো, দেশটাকে নিয়ে গেছে
রসাতলে।
বিবেকের চিৎকার বলি
দিয়ে,
শত শত মিথ্যার বেসাতি করে, মিডিয়াকে কিনে ফেলে টাকার বলে।।ঐ
মানুষের ভিড়ে আমি
মানুষ খুঁজি,
চলবে সালাম দিয়ে, ইনসাফেরই ছায়াতলে।
মানুষ এমন সাহসী হবে,
রুখে দাঁড়াবে সর্বখানে, মানবতা দংশিত হলে।।ঐ
এসো হে, এসো
হে,
সাহসী বীর বন্ধু, রবের ডাকে সাড়া
দিয়ে।
আল্লাহর ক্ষমা অসীম
হে বন্ধু ,
তওবা করে আজ
থেকে,জপি নাম
তাঁর প্রতিটি খেয়ালে।।ঐ
মানবতা আবারো আসবে
ফিরে,
যদি তুমি বন্ধু সত্যি আসো,স্বার্থের ধান্দা ভুলে।
দুনিয়াদারীর মোহ ছেড়ে,
আবদুল্লাহ বলে পরকাল ধর, বাঁচবে ক’দিন আর বেশী হলে।।ঐ
আবদুল্লাহ, বনশ্রী, ২৯/০৯/১২ (খ্রীঃ)
0 Comments