ত্বক উজ্জ্বল করতে কফি ফেসিয়াল

 ত্বক উজ্জ্বল করতে কফি ফেসিয়াল অনেক কার্যকারী।

ত্বক উজ্জ্বল করতে কফি ফেসিয়াল


উপকরনঃ 

১। মিনি প্যাক ব্ল্যাক কফি -- ১ টি

২। বেসন -- ২চা চামচ।

৩। এ্যালোভেরা জেল দেড় চা চামচ।

( ড্রাই স্কিন হলে মধু মেশাতে হবে। )

পদ্ধতিঃ

 সবকিছু একসাথে মিশিয়ে মুখে apply করুন। এরপর ১৫-২০ মিনিট হওয়ার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার প্রয়োজনমত পরিমান নিয়ে ব্যাবহার করতে পারেন। এছাড়া হাতে,গলায় ও ঘাড়েও এটি ব্যাবহার করতে পারেন।

Post a Comment

0 Comments