উজ্জ্বল ত্বকের জন্য এ্যালোভেরা ফেস প্যাক।

 এ্যালোভেরার আছে অনেক গুন। তবে  ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি খুব ভালো কাজ করে। 

উজ্জ্বল ত্বকের জন্য এ্যালোভেরা ফেস প্যাক।


উপকরনঃ

১। এ্যালোভেরা -১চা চামচ।

২। মধু-১চা চামচ।

৩। বেসন-১চা চামচ।

৪। হলুদ-১ চিমটি।


পদ্ধতিঃ


সব উপকরন একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে নিন।  ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ দিন ব্যাবহার করুন। 

আর পেয়ে যান উজ্জ্বল ত্বক।

Post a Comment

0 Comments