আল কুরআন তিলাওয়াত শিক্ষা : পর্ব - ১ : ১ নং ও ২ নং মাখরাজ

আরবি২৯টি। হরফ উচ্চারনের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা হতে বের হয়, ঐ জায়গাকে ঐ হরফের মাখরাজ বলে। মাখরাজ মোট ১৭ টি। সহীহ্ শুদ্ধ তিলাওয়াতের জন্য আরবী বর্ণমালার সঠিক উচ্চারন (মাখরাজ) জানা দরকার। সকলের জন্য আরবী অক্ষরগুলো উচ্চারণের স্থান ও কৌশল নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ্।

আল কুরআন তিলাওয়াত শিক্ষা : পর্ব  - ১ :  ১ নং ও ২ নং মাখরাজ


প্রথম পর্ব:

১ নং মাখরাজ কন্ঠনালীর শুরু অর্থাৎ সিনা/বুকের ঠিক মাঝখান থেকে দুইটি হরফ উচ্চারিত হয়। হরফগুলি হলোঃ
ء এবং ه
২ নং মাখরাজ হলকের মাঝখান থেকে দুইটি হরফ উচ্চারিত হয়। হরফগুলি হলোঃ
ح এবং ع

উল্লেখ্য যে,

শিক্ষকের সাথে সরাসরি চর্চা ছাড়া মাখরাজ সঠিক ভাবে আয়ত্ব করা যায় না। উচ্চারণ কৌশল স্কাইপির মাধ্যমে লাইভে শিখতে আমার অনলাইনে আল কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণ করুন।

সরাসরিঃ +8801712645665--WhatsApp, Cell :+8801921585657
Skype ID: sheikh.abdullah45

ক্লাসে জয়েন করতে হলে আপনার স্কাইপে আইডি হোয়াটসএপে ম্যাসেজ করেন।

চলবে....

Post a Comment

0 Comments