ছোট্ট বন্ধুরা, তোমরাকি কখনও ভেবে দেখেছ, কিভাবে সেই ছোট বেলায় পরিবারের সবার সাথে কথা বলা শিখেছিলে ? নিশ্চয়ই কোন স্কুল থেকে শিখনি। সেটা ছিল আমাদের মায়েদের কাছ থেকে শুনে শুনে শিখার একটা ব্যাপার। বাংলাদেশের শিশুরা এভাবেই মা-বাবা, ভাই-বোন ও আপন পরিবেশ থেকে বাংলা ভাষা শেখে।
তাই ছোট্ট বন্ধুরা, বিষয়টি একবারেই সাধারন। ভেবে দেখত, তুমি , আমি, আমরা প্রত্যেকে যেভাবে বাংলা ভাষা শিখেছি, ঠিক একই পদ্ধতিতে ব্রিটেনের একটা শিশু তার মায়ের নিকট থেকে শুনে শুনে ইংরেজী ভাষাটি শিখেছে।
তাহলে তোমরা বুঝে গেলে যে, যেকোন ভাষা তোমরা চাইলে অতি সহজেই শিখে নিতে পার। চল দেখি এক্ষেত্রে আমরা কোন কৌশলটি ব্যাবহার করেছি:
১। আমরা শুনেছি (Listening)
২। আমরা বলেছি (Speaking)
এবার চল কিছু বাস্তব চিত্র দেখি। আমাদের বাংলাদেশে বিগত এক দশক ধরে দেখা যায় প্রায় সকল শিশুই হিন্দি বলতে পারে। ভেবে দেখেছ এটা কিভাবে সম্ভব হল ?
উত্তর একেবারেই সহজ। ইন্ডিয়ন চ্যানেলে হিন্দি শুণে শুণে বলেছে আর হিন্দি শিখা হয়ে গেছে।
তাহলে ছোট্ট বন্ধুরা বুঝলেতো, তোমরা চাইলে এই কৌশলটি ব্যাবহার করে ইংরেজী ভাষাতো শিখতে পারবেই, বিশ্বের যেকোন ভাষা তোমরা শিখে নিতে পার।
শুধু দরকার হলো সেই ভাষাটি মনোযোগ দিয়ে শ্রবণ করা।
0 Comments